Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধ: যশোরের ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৮

যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪টি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (১৬ এপ্রিল) তদন্ত সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।

এই পাঁচ জনের মধ্যে আমজাদ হোসেন মোল্লা (৭৭) গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। যিনি ১৯৭১ সালে মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।যশোরের এই পাঁচজনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ধর্ষণ, আটক, অগ্নিসংযোগসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে বলে জানা যায়। তবে গ্রেপ্তারের স্বার্থে বাকিদের নাম প্রকাশ করা হয়নি।

২০১৭ সালের ২৬ এপ্রিল এই মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.