Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার বাসভবনে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার নেওয়া হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, একজন উপ-পরিদর্শক ও ৩ জন কনস্টবল খালেদা জিয়ার গুলশানের বাসায় সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গুলশান ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’য় বসবাস করতেন খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হওয়ার পর থেকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দি রয়েছেন তিনি।

গুলশানের বাসভবনে এখন খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মচারী খায়রুল, সুমন, ড্রাইভারসহ কয়েকজন অবস্থান করছেন। এছাড়াও তার ব্যক্তিগত নিরাপত্তা টিম চেয়াপারসন সিকিউরিটি ফোর্স- সিএসএফের পাঁচ সিপাহী ও একজন ডিউটি অফিসারসহ ছয়জন সেখানে অবস্থান করছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ওই এলাকা ডিপ্লোমেটিক জোনের মধ্যে। তারা ওখানে নিরাপত্তা দেয়। খালেদা জিয়ার বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রত্যাহার করা হয়েছে কি না আমার জানা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.