Sylhet Today 24 PRINT

রাজাকারের সন্তানদের চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৮

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীদের সন্তানকে সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান। একইসঙ্গে সরকারি চাকরিতে স্বাধীনতাবিরোধীদের সন্তানরা থাকলে  তাদের বরখাস্তের দাবি জানানো হয়।

শনিবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

তারা মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটা না কমানোর দাবি জানিয়ে বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে স্বাধীনতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত করাসহ স্বাধীনতাবিরোধীদের উত্তরসূরিদের সব চাকরিতে অযোগ্য ঘোষণা করতে হবে। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

একই সঙ্গে বাধ্যতামূলকভাবে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রেখে বিসিএসের প্রিলিমিনারি থেকে তা কার্যকর করতে হবে। কোটা সংস্কারের আন্দোলন ঘিরে জামায়াত-শিবির সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে বক্তারা দাবি করেন।

সমাবেশে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আ ক ম জামাল উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী সাইফুদ্দিন,  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদি হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.