Sylhet Today 24 PRINT

দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হলো নূর হোসেনকে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৮

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) দুদকের উপপরিচালক জুলফিকার আলী করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুইপ।

এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী মামলাটি করেন। এতে বলা হয়, দুদকে নূর হোসেনের জমা দেওয়া সম্পদ বিবরণীতে ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করা হয়েছে। এছাড়া ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন তিনি।

গত ৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ মামলায় নূর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.