সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৮ ১১:৫৭

মাধ্যমিকে পাসের হার ৭৭.৭৭%

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।

গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ২ দশমিক ৫৮ শতাংশ। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা।

মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ৫০৪ জন। এ বছর শুধু এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন। মাদ্রাসা বোর্ডের পাসের হার ৭০ দশমিক ৮৯। কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬।

রোববার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন।

আজ দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন তিনি। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

এ বছর ৩ হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

আপনার মন্তব্য

আলোচিত