Sylhet Today 24 PRINT

মাদ্রাসায় জিপিএ বেড়েছে, কমেছে পাসের হার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৮

গত বছরের তুলনায় এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ।

এবার মাদ্রাসা বোর্ডে তিন হাজার ৩৭১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পেয়েছিল দুই হাজার ৬১০ জন।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ বোর্ডের ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার এই বোর্ড জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। অন্য বছরগুলোর তুলনায় গত বছরও পাসের হার কমছিল।

এ ছাড়া ২০১৬ সালে মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। ২০১৫ সালের ছিল ৯০ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.