Sylhet Today 24 PRINT

খুলনায় এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, বিএনপি ক্যাম্পে ভাঙচুর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০১৮

ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বেলা ১২টার দিকে শহরের সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

রিটার্নিং অফিসার ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলা ১২টার দিকে ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন। এছাড়াও অন্তত ৫টি কেন্দ্রের বাইরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও গোলযোগের খবর পাওয়া গেছে।

তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই মঙ্গলবার সকাল ৮টায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচনের শতকরা ৮০ দশমিক ৯৬ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সাধারণত কোনো নির্বাচনে এত বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয় না। বিএনপির শীর্ষ নেতারা অবশ্য বলছেন, সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.