Sylhet Today 24 PRINT

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ২ জুন থেকে

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৮

এ বছর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২ জুন থেকে। আর ফেরার টিকেট দেওয়া হবে ৯ জুন থেকে। প্রতিদিন সকাল ৮টায় এই টিকিট বিক্রি শুরু হবে। একইভাবে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ জুন।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, টিকিট বিক্রির প্রথম দিন বা ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট। ৩ জুন বিক্রি হবে ১২ জুনের টিকিট। ৪ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকিট। ৫ জুন বিক্রি হবে ১৪ জুনের টিকিট এবং ৬ জুন হবে ১৫ জুনের টিকিট।

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৯ জুন। সেদিন বিক্রি হবে ১৮ জুনের টিকিট। এরপর ১০, ১১, ১২ ও ১৩ জুনের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ১৯, ২০, ২১ ও ২২ জুন।

তিনি আরও জানান, ঢাকার কমলাপুর ও চট্টগ্রামে অগ্রিম টিকিট বিক্রি হবে। কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে। এখানে নারীদের জন্য আলাদা কাউন্টার থাকবে।

অগ্রিম টিকিটের ২৫ শতাংশ পাওয়া যাবে অনলাইনে। এছাড়াও, ৫ শতাংশ টিকিট থাকছে ভিআইপি কোটায় এবং ৫ শতাংশ টিকিট বরাদ্দ থাকছে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য।

একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা টিকিট ফেরত নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.