Sylhet Today 24 PRINT

কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪৭

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৮

রাজধানীর কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ মে) দুপুর থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে শতাধিক পুলিশ সদস্য ও কর্মকর্তারা অংশ নিয়েছেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। এখানে এ পর্যন্ত মোট ৪৭ জনকে আটক করা হয়েছে। এতে চারজন নারী আছেন। আটক করা ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আছেন। তবে নির্দোষ কেউ থাকলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘মাদকের এলাকা হিসেবে পরিচিত কারওয়ান বাজার। আমরা এখানে নিয়মিত অভিযান চালাব। কেউ যেন আর এই এলাকাকে মাদকের আখড়া বলতে না পারে, সে জন্য আমরা কাজ করছি।’

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে গণকটুলি বস্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। এখানে অভিযানকালে ৩০০ ইয়াবা বড়ি ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির কারখানা পাওয়া যায়। এখানেও সন্দেহভাজন হিসেবে শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, এদের কেউ মাদকসেবী, কেউ ব্যবসায়ী, কেউবা সরবরাহকারী। তাদের যাচাই করে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.