Sylhet Today 24 PRINT

সিলেটসহ তিন সিটিতে প্রচারণার সুযোগ পাচ্ছেন না এমপিরা

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৮

সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারি না হওয়ায় সিলেট ,বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার (১২ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, সংশোধিত আচরণ বিধিমালা ভেটিং হয়ে আমাদের কাছে এসেছে। বিষয়টি আজকের মিটিংয়ের এজেন্ডায় ছিল না। ঈদের পর কমিশন বৈঠকে প্রজ্ঞাপণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ ইসি কর্মকর্তারা জানান, কোনো নির্বাচনের তফসিল ঘোষণা যখন করা হবে, তখন যে আইন বিধি থাকবে, তার আলোকেই নির্বাচন হবে। তাই ঈদের পর সিটি করপোরেন নির্বাচনের সংশোধিত আচরণ বিধিমালার গেজেট হলে এমপিরা এ তিন সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.