Sylhet Today 24 PRINT

গাজীপুরে স্থগিত ৮ কেন্দ্রে ভোটগ্রহণ ১৯ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত ৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ভোটগ্রহণ আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। এসব ভোটকেন্দ্রে সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পাঁচ জন সাধারণ কাউন্সিলর পদে ভোট হবে।

তবে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম দুই লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় এসব কেন্দ্রে মেয়র পদে ভোট হবে না। বাকি একটিতে কেন্দ্রের মোট ভোট সংখ্যা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যকার ব্যবধানের চেয়ে কম হওয়ায় সেটিতেও ভোট হবে না। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেগুলোর মধ্যে মদিনা তুল উলুম সিনিয়র মাদরাসা-১ (মহিলা কেন্দ্রে), সংরক্ষিত ৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ভোট হবে।

কুনিয়া হাজী আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত দু’টি কেন্দ্রে ৩৭ নম্বর ওয়ার্ড, বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২ নম্বর ওয়ার্ড, জাহান পাবলিক দত্তপাড়া (পুরুষ) কেন্দ্রে ৪৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নির্বাচন হবে।

একইভাবে খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ে স্থাপিত দু’টি কেন্দ্রে ৫১ নম্বর ও হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে ৫৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোট হবে।

স্থগিত আটটি কেন্দ্রে নির্বাচন প্রসঙ্গে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা, ২০১০ এর ৩৭ বিধির (২) উপবিধি অনুসারে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং ৩৭, ৪২, ৪৮, ৫১ ও ৫৩ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ ব্যতিত মেয়রসহ অন্যান্য পদে ফলাফল ঘোষণা করে তা কমিশনে পাঠানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, স্থগিত ঘোষিত ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টিতে সংশ্লিষ্ট পদে পদ্ধতিগতভাবে পুনঃভোটগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.