Sylhet Today 24 PRINT

রাজধানীর নতুন থানা হাতিরঝিল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৮

রাজধানীতে নতুন আরেকটি থানার উদ্বোধন হয়েছে। মগবাজারের মধুবাগে অবস্থিত এ থানাটির  নাম হাতিরঝিল থানা। হাতিরঝিলের পুরো এলাকাসহ রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রামপুরা থানার কিছু অংশ নিয়ে হাতিরঝিল থানাটি গঠিত হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোট থানার সংখ্যা হলো ৫০টি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার (৭ জুলাই) বিকালে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ থানার উদ্বোধন করেন। ২৭ জন এসআই ও ৩ জন পরিদর্শক নিয়ে এ থানা কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য, ২০১৭ সালের ২০ নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।

মাত্র ৩০ জন কর্মকর্তা নিয়ে এতো বৃহৎ এলাকার নিরাপত্তার কার্যক্রম চালানো সম্ভব কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, থানার যাত্রা সবে মাত্র শুরু হয়েছে। এ থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানায় যত কর্মকর্তা ও লোকবল প্রয়োজন তত নিয়োগ দেয়া হবে।

ডিএমপি সূত্র জানায়, হাতিরঝিল থানাটি তেজগাঁও বিভাগের আওতাভুক্ত থাকবে। বর্তমানে এই বিভাগের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার সরকার। তিনি জানান, নতুন এ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন আবু মো. ফজলুল করিম, পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন ও পরিদর্শক (অপারেশনস) এসকে খোদা নেওয়াজ।

থানা এলাকার বর্ণনা দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, রাজধানীর বাংলামোটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরীপাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল-বাডডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলু রোড, মালিবাগ রেলক্রসিং, হাজিপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে থানাটি।

এ থানার উত্তরে: সার্ক ফোয়ারা ক্রসিং, সোনারগাঁও হোটেল পান্থপথ হয়ে টঙ্গী ডাইভারসন রোড সংযোগস্থল হয়ে হাতিরঝিল লিংক রোডের উত্তর পাশ ঘেঁষে গুলশান ব্রিজ পর্যন্ত। পশ্চিমে: সার্ক ফোয়ারা ক্রসিং থেকে বাংলামোটর ক্রসিং পর্যন্ত রাস্তার মাঝ দিয়ে রাস্তার পূর্ব দিকের অংশ। দক্ষিণে: বাংলামোটর ক্রসিং থেকে ইস্কাটন রোড হয়ে মগবাজার ক্রসিং হয়ে নিউ সার্কুলার রোড হয়ে মৌচাক ক্রসিং পর্যন্ত রাস্তার মাঝ দিয়ে রাস্তার উত্তর দিকের অংশ। পূর্বে: মৌচাক ক্রসিং হয়ে মালিবাগ রেল গেট হয়ে রামপুরা ডিআইটি রোড হয়ে রামপুরা ব্রিজ হয়ে প্রগতি সরণীর হাতিরঝিল লিংক রোড পর্যন্ত রাস্তার মাঝ দিয়ে পশ্চিম অংশ।

শনিবার এ থানার উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পর মধুবাগ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

থানায় যোগাযোগ: অফিসার ইনচার্জ (হাতিরঝিল থানা): ০১৭৬৯৬৯৫১০০; এসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন): ০১৭১৩৩৯৮৫৪৫; এডিসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন): ০১৭১৩৩৯৮৫৫৮ এবং ডিসি (তেজগাঁও বিভাগ): ০১৭১৩৩৭৩১৭৫।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.