Sylhet Today 24 PRINT

তরিকুলকে ঢাকায় স্থানান্তর

রাবি প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৮

ছাত্রলীগের হামলার ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সর্বশেষ এক্স-রে রিপোর্ট দেখে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, তরিকুলের ডান পা আড়াআড়িভাবে ভেঙেছে। ভাঙা পায়ে অস্ত্রোপচার লাগবে।

চিকিৎসক ড. সাঈদের পরামর্শে তরিকুলের পা, বুক, মেরুদণ্ডের এক্স-রেসহ সাতটি পরীক্ষা করানো হয় রাজশাহীর মেডিপ্যাথ নামক রোগনির্ণয় কেন্দ্রে।

রিপোর্ট দেখে ড. সাঈদ জানান, তরিকুলের মেরুদণ্ডের হাড় ভেঙেছে কিনা বোঝা যাচ্ছে না। তবে শক্ত কোনোকিছুর আঘাতে তরিকুল স্বাভাবিকভাবে বসতেও পারছেন না। এ বিষয়ে সঠিক কিছু এখনই বলা যাচ্ছে না। পায়ের অস্ত্রোপচার করতে হবে। তবে ক্ষত শুকানো ও ফোলা কমার আগে তা সম্ভব নয়।

তরিকুলের একাধিক সহপাঠী জানান, তরিকুলের অবস্থা আশঙ্কাজনক। রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শেই তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। ঢাকায় কোনো একটি বে-সরকারি হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে কোন হাসপাতালে ভর্তি করা হবে তা জানাতে অনিচ্ছা প্রকাশ করেন তারা।

চিকিৎসা-ব্যয়ের বিষয়ে সহপাঠী মতিউর বলেন, এককভাবে কারো টাকায় তরিকুলের চিকিৎসা হচ্ছে না। বন্ধু-বান্ধব, ছাত্র-শিক্ষক, শুভাকাঙ্ক্ষী সবার সহযোগিতায় তার চিকিৎসা চলছে। আমরা ঢাকায় যাই, তারপর বাকিসব বলতে পারব। চিকিৎসার ব্যয়ের বিষয়ে তরিকুলের বোন ফাতেমা খাতুন একই কথা জানান।

২ জুলাই সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা তরিকুলকে মারাত্মকভাবে আহত করেন। ওইদিন সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা পতাকা মিছিল বের করেছিলেন। মিছিলটি প্রধান ফটকের সামনে এলে ছাত্রলীগ হামলা করে। ভয়ে শিক্ষার্থীরা দৌড়াতে থাকেন। এ সময় মাটিতে পড়ে যান তরিকুল। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা রামদা, লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তরিকুলকে।

এদিকে শনিবার এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোটের নেতাকর্মীরা। সেখানে অন্যান্য দাবির মধ্যে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.