Sylhet Today 24 PRINT

এটা ভারতের ব্যাপার, কার্লাইল প্রসঙ্গে কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

যুক্তরাজ্যের লর্ড সভার সদস্য ও বেগম খালেদা জিয়ার আইনজীবী লর্ড অ্যালেক্সজান্ডার কার্লাইলকে ভারতে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, 'আইনজীবী লর্ড কার্লাইলকে ভারত সরকার তাদের দেশে ঢোকার অনুমতি তারা দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার। এটা আমাদের ব্যাপার নয়।'

শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন সড়কের উন্নয়নমূলক কাজ দেখতে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, 'আমি পরিষ্কারভাবে বলতে চাই- ভারতে কে আসবে কে আসবে না, এটা আমাদের ব্যাপার নয়। ভারতে যেতে কার অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়ম কানুনের বিষয়। ভারতের নিজেদের সিদ্ধান্ত।'

তিনি বলেন, 'ভারতের ফরেন অফিস থেকে বলা হয়েছে, তার (কার্লাইল) প্রয়োজনীয় ডকুমেন্টে ঘাটতি রয়েছে। ঘাটতি থাকার কারণে আইনজীবী লর্ড কার্লাইলকে অনুমতি দেওয়া হয়নি। এ অনুমতির ব্যাপারটা সম্পূর্ণভাবে ভারত সরকারের। এখানে বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততা বা বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততাই নাই।'

ওবায়দুল কাদের আরও বলেন, 'এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এখানে বাংলাদেশ সরকার কেন ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবে। এটা যদি বাংলাদেশের বিষয় হতো তাহলে কি ভারত ইন্টারফেয়ার করতো? তাহলে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা কেন নাক গলাতে যাব। এখানে আমাদের নাক গলানোর কোনো বিষয় নাই। এটা সম্পূর্ণভাবে ভারতের ইন্টারনাল (অভ্যন্তরীণ) ব্যাপার।'

এ সময় সড়ক বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, সড়ক বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, আব্দুস সুবর গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুর উপবিভাগীয় প্রকৌশলী মো. গাউস উল হাসান মারুফ, গাজীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম, ওসি তদন্ত মাসুদ আলম প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.