Sylhet Today 24 PRINT

বিমানের হজ ফ্লাইট শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

চলতি বছরের হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। হজযাত্রীদের সঙ্গে দুই মন্ত্রী কুশলাদি বিনিময় করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, এবার কোনও হজযাত্রী ট্রাভেল এজেন্সির দ্বারা প্রতারণার শিকার হবে না। তিনি বলেন, ‘শতভাগ নিশ্চিত করছি, কেউ কোনও ধরনের প্রতারণার শিকার হবে না।’

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, বিমানের অবিক্রীত ১০ হাজার টিকিট শিগগিরই বিক্রি হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস এম নাঈম হাসান সহ বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট। ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

উল্লেখ্য, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ যাত্রী হজ পালনে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ডেলিগেটসহ ৬৪ হাজার ৫০০ হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। ১৫৫টি বহির্গমন ও ১৪৩টি ফিরতি ফ্লাইটের স্লট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.