Sylhet Today 24 PRINT

সুহেলকে কারাগারে পরীক্ষা দেওয়ার অনুমতি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এপিএম সুহেলকে কারাগারে থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বুধবার (১৮ জুলাই)  ঢাকার মহানগর হাকিম মো. গোলাম নবী তার পক্ষে করা আবেদন শুনে এই আদেশ দেন বলে তার আইনজীবী জায়েদুর রহমান জাহিদ জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবন ভাঙচুরের ঘটনায় ২২ এপ্রিল শাহবাগ থানায় দায়ের করা মামলায় সুহেল কারাগারে রয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে গণজাগরণ মঞ্চের নেতা লাকি আক্তারের ঢাকার বাসায় অভিযান চালিয়ে সুহেলকে তুলে নিয়ে যায় পুলিশ।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমানে কৃষক সমিতির নেতা লাকিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজির শিক্ষার্থী ছিলেন।

সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গত ৮ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগের।

রাতভর ওই সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে প্রায় সব কিছু ভাঙচুর করা হয়। এসব ঘটনায় পাঁচটি মামলা করা হয়। এর একটিতে পরে গ্রেপ্তার দেখানো হয় সুহেলকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.