Sylhet Today 24 PRINT

রাইফার মৃত্যু: অভিযুক্ত চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৮

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় চার চিকিৎসককে আসামি করে থানায় মামলা করা হয়েছে। বুধবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে রাইফার বাবা রুবেল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় এক নম্বর আসামি করা হয় চিকিৎসক বিধান রায় চৌধুরীকে। অপর তিন আসামি হলেন- চিকিৎসক দেবাশীষ সেনগুপ্ত, শুভ্রদেব এবং ম্যাক্স হাসপাতালের পরিচালক চিকিৎসক লিয়াতক আলী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৯ জুন দিনগত রাতে সমকালের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা খান ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাইফার মৃত্যুর পর তার পরিবার ও সাংবাদিকরা চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। পরে এ ঘটনা তদন্তে গঠিত দুইটি কমিটির প্রতিবেদনেও ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে রাইফার মৃত্যু হয় বলা হয়। দিনের সময় বেঁধে দিয়ে নোটিশ দেয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতও বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.