Sylhet Today 24 PRINT

মৃত্যুদণ্ডের বিধান রেখে কাল মন্ত্রীসভায় উঠছে সড়ক পরিবহন আইন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৮

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী চালকদের সাজার মেয়াদ বাড়িয়ে সড়ক পরিবহন আইনের খসড়া আগামীকাল মন্ত্রীসভায় উঠছে।

আইনমন্ত্রী আনিসুল হক জানান, এই সাজা আরো বাড়তে পারে। দুর্ঘটনার অপরাধ বিবেচনায় কিছু ঘটনাকে দ্রুত বিচার আইনে বিচার করার বিধান থাকছে নতুন আইনে।

১৯৮৩ সালের মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স অনুযায়ী চলছে বর্তমান পরিবহন খাত। সামরিক সরকারের কিছু অর্ডিন্যান্স ইংরেজি থেকে বাংলায় করার উদ্যোগের অংশ হিসেবে এই অর্ডিন্যান্সটি সড়ক পরিবহন আইন গত বছর ২৭ মার্চ মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়। যাতে বেপরোয়া গাড়ি চালানো, দুর্ঘটনা ও মৃত্যুর জন্য সাজা ও জরিমানা বাড়ানোর প্রস্তাব করা হয়। কিন্তু, দেড় বছরেও চূড়ান্ত অনুমোদন পায়নি। পয়লা আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীসভায় অনুমোদনের জন্য আইনটি চূড়ান্ত করা হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে কথা বলে আইনটি চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রীসভায় উত্থাপনের জন্য প্রস্তাবিত আইনটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নতুন এই আইনে গাড়ির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় নিহত বা আহত হলে চালকের সর্বোচ্চ শাস্তি ২ বছর থেকে বাড়িয়ে ৫ বছর জেল আর পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রীসভায় গিয়ে এই সাজা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দেন আইনমন্ত্রী।

তবে, বাস চাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুকে দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা দ্রুত বিচার আইনে বিচার করা হবে।

দ্রুত বিচার আইনে বিচার করে সাজা নিশ্চিত করার মধ্য দিয়ে এ ধরনের ঘটনা বন্ধ হবে বলে আশা করেন আইনমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.