Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ আগস্ট) সকালে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ এ সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

জয় নিশ্চিত হওয়ার পরই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বার্তায় ক্রিকেট দলকে এই অভিনন্দন জানান।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশাপ্রকাশ করেছেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। এই জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ক্রিকেট বোর্ডের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

এদিকে প্রধানমন্ত্রী পৃথক এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করেছেন।

ফ্লোরিডার লডারহিলে সোমবার সিরিজের শেষ ম্যাচের জয় পরাজয় বৃষ্টির কারণে নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। তাতে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয়  ২-১ ব্যবধানে।

টেস্ট সিরিজে হার, এরপর ওয়ানডেতে দুর্দান্ত ফিরে আসা এবং সেই ধারাবাহিকতায় টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হেরেও সিরিজ ২-১ এ জয়। এক কথায় টেস্ট সিরিজ বাদ দিলে উইন্ডিজ সফরটা বেশ ভালো কেটেছে টাইগারদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.