Sylhet Today 24 PRINT

ষড়যন্ত্রের অভিযোগে ফখরুল-খসরু-রিজভীর বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৮

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা মহানগর হাকিম আদালতে।

সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

মামলার অপর দুই আসামি হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মামলার অভিযোগে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অডিওতে তাকে কুমিল্লায় অবস্থানরত নাওমি নামের এক কর্মীর সঙ্গে কথা বলতে শোনা যায়, যেখানে তিনি নাওমিকে ঢাকায় এসে লোকজন নিয়ে রাস্তায় নেমে পড়তে বলেন।

এছাড়া মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর হুকুমে কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্রদলের লোকজন ঢুকে পড়ে এবং উত্তরায় এনা পরিবহনের দুটি বাসে আগুন, জিগাতলায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুর, মিরপুরে মারধর, হামলা ও গুলির ঘটনা ঘটায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.