Sylhet Today 24 PRINT

শাহজালালে ২২টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ওজনের ২২টি স্বর্ণের বারসহ ভারতীয় এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা। আটক করা ওই যাত্রীর নাম আরশাদ আয়াজ আহমেদ (৪৬)। তিনি কলকাতার বাসিন্দা।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, বুধবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারলাইন্সের টিজি ৩৩৯ ফ্লাইট থেকে বিমানবন্দরে নামার পর ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের ওজন ১২ কেজি ৩০০ গ্রাম।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর আরশাদ আয়াজ আহমেদকে আটক করে তাকে শুল্ককর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা অস্বীকার করেন।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। অথেলো চৌধুরী আরও বলেন, ওই যাত্রীকে থানায় সোপর্দ করে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.