Sylhet Today 24 PRINT

ছাত্র আন্দোলনে উসকানির অভিযোগে ৫১ মামলায় গ্রেপ্তার ৯৭

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনকে সহিংস করার জন্য উসকানি ছড়ানোর অভিযোগে গত ২৯ জুলাই থেকে ৫১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএমপি সূত্রে জানা যায়, আন্দোলনে সহিংসতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির অভিযোগে ডিএমপি রমনা বিভাগে মামলা হয়েছে ১৪টি। গ্রেপ্তার করা হয়েছে ৩১ জনকে। লালবাগ বিভাগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে একজন। ওয়ারী বিভাগে মোট মামলা হয়েছে দুইটি। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সাড়ে তিনশ থেকে সাড়ে চারশ জনকে। অজ্ঞাতদের আসামি করা হলেও গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

ডিএমপি সূত্রে আরও জানা যায়, মতিঝিল বিভাগে দায়ের করা ছয়টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। তেজগাঁও বিভাগে দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আট জনকে। মিরপুর বিভাগে পাঁচটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার নেই। গুলশান বিভাগে নয়টি মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা বিভাগে চারটি মামলা গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। এছাড়া তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা আটটি মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছে তাদেরকে চিহ্নিত করে পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) শেখ নাজমুল আলম। তিনি বলেন, ‘ইতিমধ্যে কারা সহিংসতা ও উস্কানি ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। বাকি যারা আছে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.