Sylhet Today 24 PRINT

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৮

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আঞ্চলিক রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো। এ অঞ্চলের উন্নয়নে তার অবদান জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শোক বার্তায় রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিনের অসুস্থতার পর ৯৩ বছরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমস) হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নয় সপ্তাহ ধরে হাসপাতালে থাকাকালেই বাজপেয়ীর স্বাস্থ্য গত মঙ্গলবার থেকে খারাপ হতে শুরু করে। কিডনিতে সংক্রমণ, বুক ধড়ফড় ও প্রস্রাবজনিত সমস্যা নিয়ে গত ১১ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.