Sylhet Today 24 PRINT

আরও চার শিক্ষার্থীর মুক্তি

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া আরও চার শিক্ষার্থী জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সোমবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান।

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম।

মুক্তি পাওয়া চার শিক্ষার্থী হলেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী রিসালাত ওরফে ফেরদৌস, আমিনুল হক, ইউল্যাবের ছাত্র বাঈজীদ আদনান ও এশিয়ান ইউনিভার্সিটির সাবের আহমেদ। এই চারজন নিয়ে সোমবার ১৩ জন শিক্ষার্থী জামিনে মুক্তি পেলেন।

এর আগে সোমবার সকালে সাড়ে ৯টার দিকে নয়জন শিক্ষার্থী কারাগার থেকে বেরিয়ে আসেন।

এছাড়া রোববার নয় শিক্ষার্থীকে জামিনে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এখন পর্যন্ত সোমবার ও রোববার মিলে মোট ২২ শিক্ষার্থী জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। কেন্দ্রীয় কারাগারে সামনে সকাল থেকে এই শিক্ষার্থীর স্বজনরা অপেক্ষায় ছিলেন।

ঢাকার থানা ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, ২৯ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হন। এরপর ওই বাসচালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.