Sylhet Today 24 PRINT

ঢাকায় দুই বাসে আগুনে বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে সকালে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ কয়েক জন দগ্ধ হয়েছেন।

নিউজ ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৫


বিএনপির লাগাতার অবরোধের মধ্যে সকালে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ কয়েক জন দগ্ধ হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টা ও পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এবং কদমতলী থানার রায়েরবাগে যাত্রীবাহী বাস দুটিতে আগুন দেওয়া হয়।

রায়েরবাগে বাসে আগুনে দগ্ধ সুলতানা ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

তাকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে তার বাঁ পায়ের হাঁটুর নিচের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে হাসপাতালের চিকিৎসক রাশেদুল হাসান জানিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য সুলতানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হবে বলে জানান তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা  বলেন, সকাল ৯টায় ক্লাস থাকায় নারায়ণগঞ্জ থেকে ‘স্বদেশী পরিবহনের’ একটি বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন তিনি।

“বাসটি রায়েরবাগে পৌঁছালে একদল লোক তাতে আগুন ধরিয়ে দেয়। দ্রুত নামার আগেই আমি ও বাসের আরো ৪-৫ জন দগ্ধ হই।”


পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান সুলাতানা।

সকাল পৌনে ৯টায় রায়েরবাগে বাসে অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিভিয়ে ফেলে বলে যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল হক জানিয়েছেন।

তবে ওই ঘটনায় আহতদের সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানিয়েছেন।

এ ঘটনায় কেউ হতাহত খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ ঘটছে। বাসে আগুনে এরইমধ্যে নিহত হয়েছেন বেশ কয়েকজন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.