Sylhet Today 24 PRINT

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন ‘কল্পিত’ ও ‘ভিত্তিহীন’: ইউএস বাংলা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেপাল সরকারের তদন্ত নিয়ে দেশটির পত্রিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করে একে ‘কল্পিত’ ও ‘ভিত্তিহীন’ বলেছে বেসরকারি এই এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

কাঠমান্ডু পোস্টের ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (মার্কেটিং ও জনসংযোগ) কামরুল ইসলাম  বলেন, ‘তদন্ত কমিটি এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি। আমরা ওই প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’

ওই কর্মকর্তা বলেন, ‘তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে এ ধরণের সংবাদ প্রকাশ করার কোনো সুযোগ নেই।’

নেপাল সরকারের গঠিত তদন্ত প্রতিবেদনের অনুলিপি পেয়ে একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করে দেশটির ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট।

ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ মার্চ নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইটের পাইলট আবিদ সুলতান ‘ব্যক্তিগত বিষয়ে প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগের’ মধ্যে ছিলেন এবং সেসময় একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা ঘটে।

বিমানটি নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে দুর্ঘটনা কবলিত হয়। এতে বিমানের চারজন ক্রুসহ মোট ৫১ জন নিহত হয়। তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশি ও ২২ জন নেপালি ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.