Sylhet Today 24 PRINT

রমা চৌধুরী আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

একাত্তরের জননী গ্রন্থের লেখক ও বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই।

সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

আলাউদ্দিন খোকন বলেন, রোববার রাত ১১টার দিকে রমা চৌধুরীর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

রমা চৌধুরীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সোমবার সকাল ১০টার পর তার মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ এই রীরাঙ্গনাকে শ্রদ্ধা জানাবেন।

রমা চৌধুরীর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হাড়ের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন।

মুক্তিযুদ্ধে সম্ভ্রম, ঘরবাড়ি, নিজের সৃষ্ট সাহিত্যের পাণ্ডুলিপি, সর্বোপরি দুই সন্তান হারানো এই জীবনসংগ্রামী তিন দশকের বেশি সময় ধরে চট্টগ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করতেন নিজের লেখা বই। নিজেকে তিনি বলতেন ‘একাত্তরের জননী’। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স করেছিলেন এই মহীয়সী নারী।

রমা চৌধুরীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- নজরুল প্রতিভার সন্ধানে, রবীন্দ্রসাহিত্যে ভৃত্য, একাত্তরের জননী, স্বর্গে আমি যাব না, চট্টগ্রামের লোকসাহিত্যে জীবনদর্শন, শহীদদের জিজ্ঞাসা, নীল বেদনার খাম, এক হাজার এক দিন যাপনের পদ্য, সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাববৈচিত্র্যে রবীন্দ্রনাথ ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.