Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে: বার্নিকাট

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বাংলাদেশ সরকারও এমন নির্বাচন চায় বলেও মন্তব্য তার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছে বার্নিকাট।

বার্নিকাট আরও বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.