Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ১৫দিনের আল্টিমেটাম

বিশ্বনাথ প্রতিনিধি  |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের বিশ্বনাথের ‘রামপাশা-বৈরাগীবাজার-সিংগেরকাছ’ সড়ক সংস্কারের দাবিতে গণ-সমাবেশ করেছেন ৫০গ্রামবাসী। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈরাগী বাজারের বণিক সমিতির কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে এ গণ-সমাবেশ করা হয়।

সড়ক সংস্কারে দু’সপ্তাহের আল্টিমেটাম দিয়ে সভায় বক্তারা বলেন, ‘রামপাশা-বৈরাগীবাজার-সিংগেরকাছ’ সড়কের বুকে বেশ কিছু বড়বড় গর্ত পুকুরের আকার ধারণ করেছে। যানবাহন চলার অনুপযোগী এই সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তাই আগামী ১৫দিনের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

সমাজ সেবক ও সংগঠক শফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সংগঠক মোশারফ হোসেনের উপস্থাপনায়  সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, কলামিস্ট ও কবি সাইদুর রহমান সাঈদ, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মঙ্গল।

সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন উত্তর মাস্টার একেএম হেকিম উদ্দিন, রাজনীতিবিদ হাফিজ আরব খান, শফিকুর রহমান রিয়াজ, বৈরাগী বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডা. হোসেন আহমদ, হলি চাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহেদ আলম, স্থানীয় মুরব্বী আব্দুল গনি, শিক্ষক আলীম উদ্দিন, মনসুর আলম, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হক সম্রাট।  

এসময় ৫০গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি মুতলিব আলী, নুর উদ্দিন, আব্দুল জব্বার, তেরাব আলী, আব্দুল সত্তার, নুরুল ইসলাম, মকবুল হোসেন, আরস আলী, আব্দুস শহিদ, সুহেল আহমদ, আব্দুল করিম, রহমত আলী, নুর হোসেন, মোজাহিদ আলী, আলিম উদ্দিন, সাইফুর রহমান, আব্দুর রহিম, লিয়াকত আলী, জনি দাস, দরাছত আলী, তরুণ সংগঠক জাহেদ আলী, তুলাই মিয়া, নিজাম উদ্দিন, মখন মিয়া, লিটন আহমদ, আশরাফুল ইসলাম রহমত, আমিনুর রহমান ইমরান, রিংকু দাস, নুরুল হোসেন, কাওছার আহমদ, মিলাদ হোসেন, সাজান মিয়া, আমির আলী, মছরব আলী, সাইফুল আলম, দিলু মিয়া, রিংকু দাস, সুদীপ সূত্রধর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.