Sylhet Today 24 PRINT

প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার দুই সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

মুক্তমনা লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন-কাকা ওরফে শামীম ও এখলাছ। তাদের বাড়ি জামালপুর জেলায়। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে শ্রীনগর চেকপোস্টে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু তারা সংকেত না মেনে অন্য রাস্তায় পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে তারা মোটরসাইকেল থেকে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও তখন পাল্টা গুলি করে। এক পর্যায়ে দুজনেই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরআগে গত ২৮ জুন এ হত্যামামলার প্রধান আসামি জেএমবি সদস্য আব্দুর রহমান পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হন।

গত ১১ জুন ইফতারের আগ মুহূর্তে মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি তিন রাস্তার মোড়ে গুলি করে হত্যা করা হয় প্রকাশক শাহজাহান বাচ্চুকে। বাচ্চু ‘আমাদের বিক্রমপুর’ নামের একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তিনি বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী ও মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

হত্যাকাণ্ডের একদিন পর শাহজাহান বাচ্চুর স্ত্রী অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.