Sylhet Today 24 PRINT

কৃষিপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে ১ বছরের জেল

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

বাজারে কৃষিপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে এক বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানার বিধান রেখে 'কৃষি বিপণন বিল ২০১৮' সংসদে উত্থাপন করা হয়েছে।

সোমবার সংসদে বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, লাইসেন্স ছাড়া বিপণন, গুদামজাত ও হিমাগার পরিচালনা করলে এবং কৃষিপণ্য আমদানি-রপ্তানি করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া অতিরিক্ত চার্জ আদায়, কর্মচারীকে বাধা, কৃষিপণ্যের পাইকারি ও খুচরা বিক্রয়মূল্য প্রদর্শন না করা, কৃষিপণ্যে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা, ওজনে কম দেওয়া অপরাধ বলে বিবেচিত হবে।

এসব অপরাধের জন্য এক বছরের জেল ও ১ লাখ জরিমানার বিধান রাখা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে দ্বিগুণ দণ্ড হবে।

এ আইনের অধীনে অপরাধগুলোর জন্য ভ্রাম্যমাণ আদালত দণ্ড দিতে পারবেন বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.