Sylhet Today 24 PRINT

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দিতে সংসদে বিল

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিশেষ ক্ষমতাবলে ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি ইসলামিক (স্টাডিজ ও আরবি) সমমান প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করার নিমিত্তে আনিত বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে।

সোমবার রাতে সংসদ অধিবেশনে এ বিলটি উত্থাপনের জন্য প্রস্তাব করেন শিক্ষামস্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এতে আপত্তি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, সংসদের দিনের কার্যসূচিতে এ বিলটি অন্তর্ভুক্ত করা হয়নি এবং বিলটি সম্পর্কে কিছু জানতে পারেননি। বিলটি অতীব গুরুত্বপূর্ণ হওয়ায় এটি সম্পর্কে আমাদের পড়ে দেখা দরকার কোনো ভুলত্রুটি আছে কি না।

তিনি স্পিকারকে একই রকম বিশেষ ক্ষমতাবলে বিলটি উত্থাপনের সময় আরও তিন দিনের জন্য পিছিয়ে দিতে বলেন।

এসময় স্পিকার বলেন, যেহেতু সংসদের অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য, সে কারণে শিক্ষামন্ত্রী ও সংসদীয় কমিটি আমাকে বিলটি উত্থাপনের অনুমতির জন্য আবেদন করেন। সে কারণে সময় স্বল্পতার বিষয়টি বিবেচনা করে আমি বিলটি উত্থাপনের জন্য শিক্ষামন্ত্রীকে অনুমতি দেই।

এসময় শিক্ষামন্ত্রী সময় স্বল্পতা ও বিলটি জরুরিভাবে এই অধিবেশনে পাস করার বিশেষ প্রয়োজন বলে জানান। পরে তিনি বিলটি সংসদে উত্থাপন করেন এবং সাত দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর জন্য বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.