Sylhet Today 24 PRINT

রাজধানীতে ১৪ হাসপাতাল বন্ধের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৮

লাইসেন্স না থাকার পরেও অবৈধভাবে পরিচালিত ক্রিসেট হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সসহ মোহাম্মদপুরের ১৪ হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।

এসব হাসপাতালগুলো হলো- বিডিএম হসপিটাল, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবাব সিরাজউদ্দোলা মেন্টাল হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস এন্ড ক্লিনিক, শেফা হসপিটাল, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, মক্কা মেডিয়ান জেনারেল হাসপাতাল, নিউ ওয়েল কেয়ার হসপিটাল ও বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হসপিটাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.