Sylhet Today 24 PRINT

‘জনমদিন মোবারক হো’, মোদিকে হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ভারত থেকে জ্বালানি সরবরাহ করতে পাইপলাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিন্দিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলায় অগ্রিম জন্মদিনের শুভেচ্ছাও জানান।

মঙ্গলবার বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের নির্মাণকাজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল। অনুষ্ঠানের এক ফাঁকে হিন্দিতে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীজী, আপকো (আপনাকে) ধন্যবাদ। কাল আপকে জনমদিন থে (গতকাল আপনার জন্মদিন ছিল), জনমদিন মোবারক হো (জন্মদিনের শুভেচ্ছা নেবেন)। অর আপ দীর্ঘজীবী হো (আপনি দীর্ঘজীবী হোন)।

শেখ হাসিনার বক্তব্য শেষে নরেন্দ্র মোদি নিজের বক্তব্য রাখার একপর্যায়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে ১০ দিন আগেই আগাম শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে মোদি বাংলায় বলে উঠেন, ‘শুভ জন্মদিন’। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের সাফল্য ও দেশসেবায় সফলতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.