Sylhet Today 24 PRINT

বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের বি ব্লক এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বজনেরা।

এদিকে চুরির খবর পেয়ে রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে শারজাহ থেকে দেশে ফিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক বলেছেন, যা হয়েছে সেটা ‘রীতিমত ডাকাতি’।

স্বজনরা জানান, শনিবার রাত ৯টার দিকে রাতে বাইরে থেকে দরজা খুলে ভেতরের সবকিছু ওলটপালট দেখতে পান তারা। তাদের দাবি, ২০ থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরের গুরুত্বপূর্ণ অনেক আসবাবপত্র চুরি গেছে।

তারা আরও জানান, এশিয়া কাপ উপলক্ষে পরিবারসহ কয়েকদিন ধরেই দুবাইয়ে অবস্থান করছেন সাবেক এই ক্রিকেটার। বাসা ফাঁকা পাওয়ার সুযোগ নিয়ে ড্রয়িং রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা বলে ধারণা করছেন স্বজনরা।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, নান্নুর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপার পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.