Sylhet Today 24 PRINT

সরকারী যাকাত ফান্ডে যাকাত দিতে ইসলামিক ফাউণ্ডেশনের আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৫

নূরানী জর্দা ফ্যাক্টরির মালিকের দেওয়া যাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে শুক্রবার ময়মনসিংহে পায়ের নিচে চাপা পড়ে ২৭ জন মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করছে ইসলামিক ফাউণ্ডেশন। একই সঙ্গে দেশের সব বিত্তবান মানুষদের ‘সরকারি যাকাত ফান্ড’এ যাকাত দেওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এই আহবান জানায় ইসলামিক ফাউণ্ডেশন। এদিকে, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

ইসলামিক ফাউণ্ডেশন জানায়, পবিত্র কোরআনের নির্দেশনা মতে যাকাত বিতরণ নিশ্চিত করতে ‘সরকারি যাকাত ফান্ড’ শিরোনামে সব তফসীলি ব্যাংকের প্রত্যেক শাখায় নির্ধারিত অ্যাকাউন্টে যাকাত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

যাকাত ফান্ড অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী গঠিত ‘সরকারি যাকাত ফান্ড’ জাকাতের অর্থ কোরআন নির্দেশিত ৮টি খাতে ব্যয় করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.