Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা শিশুদের জন্য মিয়ানমারেও বিনিয়োগ করুন: শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

প্রত্যাবাসনের পর রোহিঙ্গা শিশুরা যাতে শিক্ষাসহ অন্যান্য অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, সেজন্য মিয়ানমারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সদরদপ্তরের সভাকক্ষে ‘নারী ও মেয়েশিশু শিক্ষা খাতে বিনিয়োগ’ শীর্ষক এক গোলটেবিলে তিনি এ আহ্বান জানান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেন।

শেখ হাসিনা বলেন, ‘প্রথমত, আমাদেরকে বুঝতে হবে যে সংঘাত, জাতিগত নিধন ও গণহত্যার ঘটনায় পালানো এসব শিশু প্রচণ্ড রকমের মানসিক আঘাত বহন করছে। তাদের মনো-সামাজিক চাহিদার বিষয়টি আমাদের দেখতে হবে।’

তিনি বলেন, ‘দ্বিতীয়ত, সংঘাত ও জাতিগত নিধনযজ্ঞ চালানোর ঘটনায় পালিয়ে আসা এসব শিশু কোনো সাধারণ বিদ্যালয়ে নিজেদের অভ্যস্ত করতে পারবে বলে প্রত্যাশা করা যায় না। সুতরাং, তাদের জন্য অনানুষ্ঠানিক ও জীবনধর্মী বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা জরুরি।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘তৃতীয়ত, জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা শিশুরা বর্তমানে ভিন্ন সংস্কৃতির মধ্যে বসবাস করছে। এসব শিশুকে নিজস্ব সংস্কৃতি, ভাষা ও জাতিগতভাবে শিক্ষা দেয়া প্রয়োজন।’

তিনি বলেন, এ ধরনের শিক্ষা তাদের প্রকৃত পরিচয় ধরে রাখতে সহায়তা করবে। এ শিক্ষা এক সময় তাদের দেশে ফিরে তাদের জীবনকে এগিয়ে নিতেও প্রস্তুত করবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গা শিশুদের শিক্ষা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার জন্য বাংলাদেশ তাদের প্রতি কৃতজ্ঞ।

খবর: বাসস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.