Sylhet Today 24 PRINT

নরসিংদীর ‘জঙ্গিদের’ বিরুদ্ধে পৃথক দুই মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৮

নরসিংদীর শেখেরচর ও মাধবদী এলাকায় দুটি বাড়িতে আস্তানা গাড়া ‘জঙ্গিদের’ বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) রাতে শেখেরচরের ঘটনায় এসআই এনায়েত কবির আর বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে মাধবদীর ঘটনায় এসআই বাবু উত্তম কুমার বিশ্বাস মামলা দুটি করেন।

এসব মামলায় তিনজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) ফজলু বলেন, শেখেরচরের ভগীরথপুর এলাকার বিল্লাল মিয়ার বাড়ির জঙ্গি আস্তানার ঘটনায় হাফেজকে একমাত্র আসামি করা হয়েছে। হাফেজ বাসা ভাড়া নিতে সহায়তা করেছিলেন। এ বাড়ির অন্য দুই জঙ্গি সোয়াটের অভিযানে নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর গাংপার মহল্লার আফজালের বাড়ির ঘটনায় এখান থেকে আত্মসমর্পণকারী খাদিজা আক্তার মেঘনা ও ইসরাত জাহান মৌসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

সোমবার রাতে পুলিশ ওই বাড়ি দুটি ঘিরে ফেলার পর মঙ্গলবার সকালে আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। বাড়ির ৫০০ গজের মধ্যে জারি করা হয় ১৪৪ ধারা। নব্য জেএমবির আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে শুরু হয় সোয়াটের অপারেশন ‘গর্ডিয়ান নট’।

মাধবদীর বাড়ি থেকে মেঘনা ও মৌ নামের দুই 'নারী জঙ্গি' বুধবার আত্মসমর্পণ করেন।

এর আগে ভগীরথপুরে বাড়ি থেকে সোয়াটের অভিযান শেষে দুইজনের লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ। তারা হলেন আকলিমা রহমান মনি ও তার স্বামী আবদুল্লাহ আল বাঙালি। তারা স্বামী-স্ত্রী।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানান, আবদুল্লাহ নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.