Sylhet Today 24 PRINT

দেশেই তৈরি হতে যাচ্ছে বিদ্যুতের প্রি-পেমেন্ট মিটার

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৮

দেশে প্রথম বিদ্যুতের প্রি-পেমেন্ট মিটার তৈরি হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানির (ওজোপাডিকো) উদ্যোগে। এ লক্ষ্যে চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির সঙ্গে যৌথভাবে ‘বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি’ নামে একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করেছে ওজোপাডিকো।

রোববার (২১ অক্টোবর) বিদ্যুৎ ভবনে এই কোম্পানি গঠনে ওজোপাডিকোর পক্ষে কোম্পানি সচিব আবদুল মোতালেব এবং চীনা কোম্পানির চেয়ারম্যান জো লিয়াংঝাং চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কয়েক বছর ধরেই আমরা এ ধরনের একটি কোম্পানি আশা করছিলাম। ওজোপাডিকো প্রথম এগিয়ে এসেছে সেজন্য এদের ধন্যবাদ। ভবিষ্যতে যেন গ্যাসের ক্ষেত্রেও এ ধরনের মিটার প্রস্তুত করা যায় সেদিকে নজর দেওয়া হবে।

খুলনায় নির্মিতব্য এ কোম্পানি আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

২৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির বার্ষিক উৎপাদনক্ষমতা হবে ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.