Sylhet Today 24 PRINT

বাংলাদেশিদের লিবিয়া না যাওয়ার পরামর্শ দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৫

মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় যুদ্ধাবস্থা ও নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গ উল্লেখ করে অভিবাসী শ্রমিকসহ বাংলাদেশিদের দেশটি ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে।
 
এতে আরো বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চলমান সহিংসতার কারণে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থগিত ও তা তিউনিশিয়ায় স্থানান্তর করা হয়েছে। খবর বাসসের।
 
স্থানান্তরিত বাংলাদেশ দূতাবাসে একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে। যোগাযোগ: এ এস এম আশরাফুল ইসলাম, ল্যান্ড ফোন: +২১৬৭৫৭৫০৩০০, মোবাইল- +২১৬২১৯২৪২২৯।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ার বিক্ষোভ, জনসমাগম, সংঘাত ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ও সতর্কতার সাথে চলাচল করতে সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের পরামর্শ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.