Sylhet Today 24 PRINT

রাজন হত্যা : ঈদের ছুটিতে বাংলাদেশ কনস্যুলেট, কামরুলকে ফেরত আনতে দেরি হবে!

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুলাই, ২০১৫

সৌদি আরবস্থ বাংলাদেশ কনস্যুলেট ঈদের ছুটিতে থাকায় শিগগিরই শিশু রাজন হত্যা মামলার আসামী কামরুলকে দেশে ফেরত আনা সম্ভব হচ্ছে না। তবে এ সম্পর্কে প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজন হত্যার আসামী কামরুলকে দেশে ফেরত আনতে ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছে বাংলাদেশ। এজন্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানা যায়, ঈদের ছুটিজনিত কারণে সৌদি আরবস্থ বাংলাদেশী কনসুলেট বন্ধ থাকায় এ প্রক্রিয়া সম্পন্ন করে কামরুলকে দেশে ফিরিয়ে আনতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় রাত আটটায় রাজন হত্যার আসামী কামরুল ইসলামকে সৌদি আরবের জেদ্দায় আটক করা হয়। জেদ্দায় অবস্থানরত প্রবাসীদের মাধ্যমে খবর পেয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আজিজুর রহমান এর নেতৃত্বে একটি দল কামরুলকে তার বাসা থেকে আটক করে।

উল্লেখ্য, গত বুধবার (৮ জুলাই) সিলেটে তেরো বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। ময়না তদন্ত রিপোর্টে তার দেহে ৬৪টি আঘাতের চিহ্ন পাওয়া যায়, এবং সে রিপোর্টে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

রাজনের হত্যাকাণ্ডের পরের দিন অন্যতম ঘাতক কামরুল সৌদি আরব পাড়ি জমায়।

ঘাতকদের নিজেদের করা ভিডিওচিত্র সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে দেশব্যাপি তোলপাড় সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.