Sylhet Today 24 PRINT

হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির তালিকা চেয়েছেন হাই কোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৮

দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি-অনুপস্থিতির বিষয়ে একটি তালিকা চেয়েছেন হাই কোর্ট।

আগামী ৬ মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আদালতে এই প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

রুলে হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের জানাতে বলা হয়েছে। আগামী বছরের ৭ মে এ বিষয়ে ফের শুনানি গ্রহণ করা হবে।

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে সম্প্রতি একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদন সংযুক্ত করে গত ৯ অক্টোবর হাই কোর্টে রিট দায়ের করে একটি মানবাধিকার সংগঠন।

মঙ্গলবার ওই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.