Sylhet Today 24 PRINT

অতিথি পাখি দেখতে টিকিট লাগবে: পরিকল্পনামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৮

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শীতকালে অতিথি পাখি দেখতে কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে টিকিট কেটেই দেখতে হবে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের আয় বাড়বে। সেই সঙ্গে সেখানকার সুযোগ সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৩ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উন্নয়ন সম্পর্কিত প্রকল্প নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়নে ১৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। এছাড়া ২১টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া হয় একনেকের এই বৈঠকে।

প্রকল্প গুলোর মোট ব্যয় ধরা হয় ১৯ হাজার ৭৭৮ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ১৭ হাজার ৩১৬ কোটি ৯৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ২৩৩ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ২২৭ কোটি ৮৭ লাখ টাকা।

একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.