Sylhet Today 24 PRINT

উপসচিব হলেন জনপ্রশাসনের ২৫৬ কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৮

জনপ্রশাসনের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার আরও ২৫৬ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (২৪ অক্টোবর) মধ্যরাতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি উপসচিব পদে ৪২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশ'র মতো। নতুন করে পদোন্নতির ফলে বর্তমানে উপ-সচিবের সংখ্যা হয়েছে এক হাজার ৮৫৯ জন।

এ বছরের ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার।

এর আগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপসচিবকে যুগ্মসচিব এবং ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

এছাড়া ২০১৭ সালের ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। আর ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ জন কর্মকর্তা। ওই বছর মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.