Sylhet Today 24 PRINT

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৮

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু।

দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী। আর ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র।

সারা দেশে মোট ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দুই পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে খুদে বার্তায় জানানো হবে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এরপর প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত এসএসসি পরীক্ষার শেষ দিকে এবং গত এইচএসসি পরীক্ষার শুরু থেকেই এই নিয়ম চালু করা হয়।

৩০ আগস্ট আন্তঃশিক্ষাবোর্ড থেকে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.