Sylhet Today 24 PRINT

তফসিল নিয়ে সিদ্ধান্ত ৪ নভেম্বর: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৮

আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনে এক বৈঠকে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৃহস্পতিবার (১ নভেম্বর) রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা নির্বাচনের জন্যে প্রস্তুত। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। ভোটার তালিকা ও আসনের সীমানা সম্পর্কে তাকে জানিয়েছি।”

সংবিধানে যেভাবে রয়েছে তা মেনেই নির্বাচন হবে বলেও যোগ করেন নুরুল হুদা। এছাড়াও, নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের বিশ্বাস সব দল নির্বাচনে অংশ নিবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছান।

সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের বহুল আলোচিত সংলাপের আগে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারদের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে নির্বাচনের ৯০ দিন বাকি থাকার হিসাব গণনা করা শুরু হয়েছে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে যে কোনোদিন নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.