Sylhet Today 24 PRINT

বাংলাদেশ সফরে আসছেন ভ্লাদিমির পুতিন!

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৫

২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের প্রেক্ষিতে এ বছরে বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ সাংবাদিকদের জানিয়েছেন, পুতিনের সফরের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর বিষয়ে অগ্রগতি হয়েছে।

আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চূড়ান্ত চুক্তি হতে পারে কয়েক মাসের মধ্যেই। নিকোলায়েভ জানান, ওই সময়েই বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে ভ্লাদিমির পুতিনের।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার সাথে পুরনো সম্পর্ক ঝালাইয়ে হাত দেয় শেখ হাসিনার সরকার। এরই মধ্যে ২০১৩ সালে মস্কো সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তি বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি করে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.