Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের রাজশাহী রোড মার্চ স্থগিত, শুক্রবার সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৮

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঐক্যফ্রন্টের রোড মার্চ কর্মসূচি স্থগিতের কথা জানান।

তবে কী কারণে রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে তিনি তা বলেন নি। এদিকে রোডমার্চ স্থগিত করা হলেও শুক্রবার রাজশাহীতে সমাবেশ হবে বলে জানান তিনি।

রিজভী জানান, আমাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রোডমার্চ থেকে পথে পথে যে গণসংযোগ কর্মসূচি ছিল, সেটা হবে না। তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা রাজশাহীতে সমাবেশ করবেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য আদায়ে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোডমার্চ এবং ৯ নভেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের এর পরের কর্মসূচি হলো, খুলনায় জনসভা। তারপরও দাবি না মানলে নির্বাচন কমিশন অভিমুখে লংমার্চ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.