Sylhet Today 24 PRINT

তফসিল না পেছালে নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে তফসিল ঘোষণা করা হয়েছে এই তফসিলে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে না। সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এমনটা জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, একাদশ সংসদ নির্বাচনের তফসিল অবশ্যই পেছাতে হবে। অন্যথায়, নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

এর আগে, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। তার ২৩ দিন পর হবে ভোটগ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.