Sylhet Today 24 PRINT

রাজধানীতে সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা তুহিন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৮

রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে পিকআপ ভ্যানের চাপায় দুই যুবক নিহতের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, মনোনয়ন নিতে যাওয়ার সময় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেক খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

শনিবার (১০ নভেম্বর) রাতে তুহিনকে আটক করার পর ওই ঘটনায় নিহত আরিফ হোসেনের বাবা ওমর ফারুকের দায়ের করা একটি মামলায় (নং-৪৯) তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, প্রাথমকিভাবে হামলার ঘটনায় তুহিনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। আরও কারা জড়িত রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মোহাম্মদপুরের লোহারগেট এলাকায় মনোনয়নপত্র কিনতে যাওয়ার সময় শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকরা। এ সময় কয়েকজন অস্ত্রধারী যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় পিকআপ চাপায় আরিফ হোসেন ও মো. সুজন নামে দুইজন নিহত হন।

পরে এ ঘটনায় নিহত আরিফের বাবা উমর ফারুক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.